Khoborerchokh logo

নতুন ঘোষনা এনআইডি কার্ড ছাড়াই কেনা যাবে মোবাইলের সিম কার্ড 72 0

Khoborerchokh logo

নতুন ঘোষনা এনআইডি কার্ড ছাড়াই কেনা যাবে মোবাইলের সিম কার্ড

 বিটিআরসি‘র নতুন সিদ্ধান্ত এখন থেকে জাতীয় পরিচয়পত্রের তথা এনআইডি কার্ডের তথ্য ছাড়াই মোবাইল সিম কেনার সুযোগ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এক্ষেত্রে একজন গ্রাহক এনআইডি ছাড়া সর্বোচ্চ দুটি মোবাইল সিম কিনতে পারবেন বলে জানিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি।
বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এনআইডি ছাড়া অন্যান্য ডকুমেন্টস দিয়ে সর্বোচ্চ দুটি সিম কার্ড কেনার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। মূলত অপরাধ দমন এবং গ্রাহকদের সুনির্দিষ্ট করতেই এমন সিদ্ধান্ত বলে জানান তিনি।
অবশ্য বিটিআরসির ভাইস চেয়ারম্যান জানান,এনআইডি ছাড়া অন্যান্য ডকুমেন্টস দিয়ে যে সিমগুলো কেনা হবে,পরবর্তী ৬ মাসের মধ্যে এনআইডির বিপরীতে মোবাইল অপারেটরের মাধ্যমে সেগুলো নিবন্ধন করতে হবে। সেটা না করা হলে সিম ব্লক করে দেওয়া হতে পারে।
উল্লেখ্য, বিটিআরসির আগের সিদ্ধান্ত অনুযায়ী কেউ এনআইডি ছাড়া মোবাইল সিম কিনতে পারবে না। এক্ষেত্রে একজন গ্রাহক তার এনআইডির বিপরীতে ব্যক্তিগত ব্যবহারের জন্য সর্বোচ্চ ১৫টি সিম কিনতে পারেন।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com